কিডনি রোগের ভয়াবহতা
যাদের কিডনির রোগ আছে, তাদের জন্যও ইসোমিপ্রাজল বিপজ্জনক। প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই কার্যপ্রণালীর ওষুধের মধ্যে এটি পড়ে, যার প্রভাবে দেখা দিতে পারে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস।
- দুর্বল কিডনিকে দ্রুত অকেজো করে দিতে পারে এই ওষুধ, প্রয়োজন হতে পারে ডায়ালাইসিসের।
- লিভারে সমস্যার রোগীদের জন্যও একই কারণে এটি বিপজ্জনক হতে পারে।
- হজমক্ষমতা হ্রাস, অন্ত্রের পলিপ ও পরিপাকতন্ত্রের ক্যান্সারের মতো জটিল রোগের পেছনেও ইসোমিপ্রাজলের অতিরিক্ত ব্যবহার দায়ী।
দেশে অপ্রয়োজনীয় গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের মাত্রা এতটাই যে, ২০২৫ সালে শুধু একটি ব্র্যান্ডেরই ওষুধ বিক্রি হয়েছে ৯১৮ কোটি টাকার। সর্বাধিক বিক্রীত ওষুধের তালিকায় প্রথম তিনটিই দখল করেছে গ্যাস্ট্রিকের ওষুধ ইসোমিপ্রাজলের তিনটি ব্র্যান্ড।
জনসাধারণের কাছে অনুরোধ
- তাই ঔষধের প্রতি নির্ভরশীল না হয়ে স্বাস্থ্যকর জীবন যাপনে অভ্যস্ত হওয়া জরুরী।
- যে কোন ঔষধ গ্রহণের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।
MasaAllah. Logical information.