আযানের শেষ পর্যন্ত সাহরী খাওয়া যাবে’, ‘হাতের লোকমা বা মুখের খাবারটা খাওয়া যাবে’ এই ধারণায় কেউ সাহরীর সময় শেষ হওয়ার পর ভুলেও খাবেন না। সময় শেষ তো শেষ, এরপর আর এক সেকেণ্ডও খাওয়া যাবে না।
আরও মারাত্মক ব্যাপার হলো, অনেক জায়গায় এখন সাহরীর সময় শেষ হওয়ার পর ৫/১০ মিনিট অতিক্রম হলে এরপর আযান দেয়া হয়, কিন্তু অনেকেই মনে করে আযান পর্যন্ত খাওয়া যাবে। এটা ভুল ধারণা। সাহরী-ইফতারের সাথে আযানের কোনো সম্পৃক্ততা নেই। সময় শেষ হয়ে গেলে সাহরী খাওয়ার সময়ও শেষ, সময় হয়ে গেলে ইফতারের সময় শুরু। আযান হোক বা না হোক, সাহরী-ইফতার যথাযথ সময়েই আদায় করতে হবে। এ জন্য সাহরীর সময় শেষ হওয়ার সঠিক সময় অবশ্যই জেনে নেয়া জরুরি। আযানেরর জন্য অপেক্ষা করে খাওয়া যাবে না।
এমন অনেক ভুল ধারণার কারণে আমাদের অনেকের রোযা আদায় হয় না।
© মাওলানা তানজিল আরেফিন আদনান হাফি.
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url