বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় স্পাউস সহ কোন দেশ ভাল
আমাদের দেশের শিক্ষার্থী এস এস সি, এইচ এস এস বা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সাধারণত যোগ্যতা অর্জন করে থাকে বিদেশে পড়তে যাওয়ার জন্য। সেই সাথে আই ই এল টি এস ,পি টি ই বা টফেন পরীক্ষা দিয়ে যেতে হয়।
পেইজ সূচিপত্রঃ
ডেনমার্কঃ ব্যাচেনর প্রোগ্রাম এ ডেনমার্ক আপনার জন্য আইডিয়াল হতে পারে
কেননা ব্যাচেলর স্পউস এর জন্য ফুল টাইম জব করার সুযোগ। সেই সাথে
ক্যান্ডিডেটের জব করার সুযোগ। এবং পাবলিক ইউনিভার্সিটি ব্যাচেলর শেষ করে ৩
বছরের ফুল টাইম জব করার সুযোগ শর্ত সাপেক্ষে বাড়াতে পারবে। প্রাইভেট ইউনিভার্সিটি ক্ষেত্রে ৬ মাসের
জব করার সুযোগ দিয়ে থাকে
এইটি ও বাড়াতে পারবেন শর্ত সাপেক্ষে। সিটিজেন শিপ পাওয়া কিছুটা কঠিন ডানিশ
ভাষা শিখা লাগে। প্রাইভেট ইউনিভার্সিটিতে আই ই এল টি এস-৬, পাবলিক ইউনিভার্সিটিতে ৬.৫
সাধারণত দরকার হয়। ক্যান্ডিডেটের ব্যাংক স্টেটমেন্ট এর প্রয়োজন হয় না স্পাউস
এর ক্ষেত্রে জন প্রতি ১৬ লাখ টাকা দেখাতে হয়।
সুইডেনঃ ৯৫ লাখ জনসংখ্যা নিয়ে ইউরোপের উন্নতম দেশ সুইডেন। সুইডেন ব্যাচেলর
প্রোগ্রাম এ স্পউসে সহ আনুমতি দিয়ে থাকে। সেই ক্ষেত্রে ক্যান্ডিডেট বা স্পউসে
উভয় এর ব্যাংক স্টেটমেন্ট এর প্রয়োজন হয়। অন্যান্য দেশের মত বছরে দুই টা
ইনটেক দিয়ে থাকে ফেব্রুয়ারী ও সেপ্টেম্বর। এই ক্ষেত্রে ও ই এল টি এস-৬/৬.৫ হয়ে থাকে ইউনিভার্সিটির
উপর নিরভর করে। সুতরাং সুইডেন আপনার জন্য আর একটি অপশন হতে পারে। বর্তমানে
স্কিল জব এর পাশাপাশি ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। সিটিজেন শিপ পাওয়া সম্ভব।
ফিনল্যান্ডঃ ফিনল্যান্ড হল সুইডেন, রাশিয়া, নারওয়ের পাশাপাশি ইউরোপের
একটি দেশ। বসবাস কারার জন্য দেশটি মানুষের পছন্দের উন্নতম। বর্তমানে বাংলাদেশ
থেকে সস্টুডেন্ট ভিসাই অনেকেই পাড়ি দিচ্ছে। ব্যাচেলর প্রোগ্রাম এর জন্য
স্পউসে আনুমতি দিয়ে থাকে।এই ক্ষেত্রে ও ই এল টি এস-৬/৬.৫ হয়ে থাকে ইউনিভার্সিটির
উপর নিরভর করে। বর্তমানে জব নিয়ে কিছুটা উদ্বিগ্ন রয়েছে মানুষ কিন্তু
স্কিল জব পাওয়া সম্ভব। সিটিজেন শিপ পাওয়া সম্ভব সময়ই সাপেক্ষে ।
চাইনাঃ আয়তনে প্রায় ৯৬ লাখ বর্গকিলোমিটার দেশটিতে পাড়ালেখা করে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। সেখানেও স্পউসে নিয়ে যেতে পারেন । দেশটিতে স্কলারশিপ পাওয়ার সুবিধা আছে এই ক্ষেত্রে আই ই এল টি এস-৭ হয়ে প্রয়োজন থাকে। চাইনা তে জব করার প্রচুর সুযোগ রয়েছে , বা আপনি যদি স্কিল হয়ে থাকে তাহলে আর ও বেশি সুযোগ পাবেন। এমনকি বাংলাদেশ থেকে কাছে হওয়ার ফলে যাতায়ত ভাড়া কম। চাইনা থেকে প্রায় ৮০ শতাংশ মালামাল ইনপুট হয় বাংলাদেশে তাই বিজনেস করার সুযোগ রয়েছে।